বর্তমান সময়ের ব্যাংক রিটেনের প্রশ্ন দেখলেই দেখা যায়, প্রায়ই দু’একটি করে কনফিউজিং ম্যাথস দেয়া হচ্ছে। তাই আমি ধারাবাহিক ভাবে আগার ওয়ালের ম্যাথের সাথে মাঝে মাঝেই affairscloud এর ম্যাথ গুলো থেকে কনফিউজিং ম্যাথগুলো সমাধান করে দেবো। এখানে এক্সাম আসার মত ৪ টা ম্যাথস আছে। ভাল করে বুঝে নিন। আশা করি, সময় এবং কাজ সম্পর্কিত বেশ কিছু সমস্যার সমাধান পেয়ে যাবেন। একেবারে ধরে ধরে বুঝিয়ে দেয়া হয়েছে। এক্সামে অবশ্য আরেকটু ইল্যাবোরেট করে করতে হবে।
ফেরদৌস কবির
ডেপুটি ডিরেক্টর,
বাংলাদেশ ব্যাংক