কভার লেটার খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক বড় বড় কোম্পানি আছে যারা আপনার CV এর চেয়ে কভার লেটার পড়তে prefer করে এর পিছনে কারণ হচ্ছে আপনি কি ইংরেজিতে ভালো বাক্য লিখতে পারেন কিনা তা দেখতে চায় তারা। মনে রাখবেন এই একটি জিনিসের আপনাকে অন্যের চেয়ে আলাদা করতে পারে তাই নিজের যোগ্যতা ও সফলতা এর মাধ্যমে তুলে ধরতে হবে। আবার বেশি লিখতে গিয়ে ১ পৃষ্ঠার বেশি লিখে ফেলবেন না। মনে রাখবেন কোথাও চাকরির জন্য CV দিলে অবশ্যই সাথে কভার লেটার দিবেন (বলা না থাকলেও)।
Cover Letter এর ফরম্যাট
by Eclectic Admin | Apr 8, 2020 | Bank Preparation, English, Job Circular | 0 comments