অনেকেই অনেক আগ থেকেই বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। ম্যাথ পার্টের বিগত বছরের প্রশ্নগুলো কি বিশ্লেষণ করেছেন কখন? যদি না করে থাকেন তাহলে গত চার বছরের পরীক্ষার বিশ্লেষণটি সংগ্রহে রাখতে পারেন। ম্যাথ পার্টের বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন আর্টস ফ্যাকাল্টি এখন কতটুকু dynamic হয়েছে। আপনি কোন পার্ট আর বাদ দিতে পারবেন না। বিশেষ করে জ্যামিতি। এখন আগের চেয়ে অনেক বেশি জ্যামিতি থেকে প্রশ্ন আসে।
বাংলাদেশ ব্যাংকের বিগত বছরগুলোর প্রিলি পরীক্ষার ম্যাথ পার্টের বিশ্লেষণ
by Eclectic Admin | Mar 27, 2020 | Bank Preparation, Math, Preparation Tips | 1 comment
Thanks